ইলিয়াছ সুমন, সন্দ্বীপ
মে ২৪, ২০২৫, ০৭:৩৮ পিএম
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ
মে ২৪, ২০২৫, ০৭:৩৮ পিএম
সম্প্রতি অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত সন্দ্বীপ উপজেলার প্রান্তিক মৎস্যচাষীদের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে মৎস্য খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে ৫৫ জন প্রান্তিক মৎস্যচাষীকে প্রত্যেকে ৫০ কেজি করে মৎস্য খাদ্য সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুদুল হক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মো. আতিকুল্লাহ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকার সবসময় প্রান্তিক কৃষক ও মৎস্যচাষীদের সহায়তায় কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
খাদ্য বিতরণ শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে মৎস্যচাষীরা তাদের বাস্তব সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সমাধানের আশ্বাস পান।
সহায়তা পাওয়া মৎস্যচাষীরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের চাষাবাদ পুনরায় শুরু করতে উৎসাহ ও সহায়তা প্রদান করবে।
এই কর্মসূচি সন্দ্বীপ উপজেলায় মৎস্যচাষের টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচ