সিলেট ব্যুরো:
মে ২৫, ২০২৫, ০৪:৩০ পিএম
সিলেট ব্যুরো:
মে ২৫, ২০২৫, ০৪:৩০ পিএম
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তজুড়ে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবির একাধিক বিওপির (বর্ডার আউট পোস্ট) সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
রোববার (২৫ মে) পাঠানো বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপিতে একযোগে অভিযান চালানো হয়।
এতে আটক করা হয়— ব্লেজার কাপড়, স্কিন সাইন ক্রিম, সানগ্লাস, থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা, ফেসওয়াশ, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও সুপারি। পাশাপাশি পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকাও জব্দ করা হয়।
বিজিবির তথ্য মতে, জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা। অভিযানের সময় কাউকে আটক করা না গেলেও পণ্যগুলো সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪৮ বিজিবির অধিনায়ক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বিআরইউ