Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫,

কোনাবাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি

মে ২৫, ২০২৫, ০৭:০৭ পিএম


কোনাবাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে মোবাইল চোর সন্দেহে জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এছাড়া আব্দুল হক নামে আরেকজনকে মুমূর্ষু অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কোনাবাড়ি পারিজাত আমতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল তালুকদার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। 

তিনি পারিজাত আমতলা এলাকায় হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।

ঘটনার পর থেকে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি জানান, খবর পেয়ে নিহত জুয়েল তালুকদারের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!