Amar Sangbad
ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫,

ভেড়ামারায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

মে ২৫, ২০২৫, ০৮:৪০ পিএম


ভেড়ামারায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি জব্দ করেছে ভেড়ামারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২। 

সরকারি শুল্ক ফাঁকি দিয়ে এসব নকল বিড়ি গ্রামাঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে জানিয়েছেন রাজস্ব কর্মকর্তা পুলক কান্তি দাস।

রোববার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরমপুর ইউনিয়নের জগশ্বর গ্রামের চেয়ারম্যান পাড়ায় অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় প্রায় ২ লাখ ২০ হাজার শলাকা নকল আকিজ বিড়ি। 

এছাড়াও জব্দ করা হয় ব্যান্ডরোল যুক্ত নকল সাহেব বিড়ি, নিউ কল্পনা বিড়ি, মিষ্টি বিড়ি, মুরাদ বিড়ি, করিম বিড়ি এবং রিয়া বিড়ি।

কাস্টমস কর্মকর্তাদের মতে, জব্দকৃত নকল বিড়ির বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এছাড়া অভিযানকালে নকল বিড়ি তৈরির ফিল্টার কাগজ, লেভেল পট্টি, প্যাকেজিং কাগজ, তামাকসহ বিভিন্ন উপকরণও জব্দ করা হয়।

রাজস্ব কর্মকর্তা পুলক কান্তি দাস জানান, “এই চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিভিন্ন নামি ব্র্যান্ডের নামে বিড়ি তৈরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা আলতাফুর রহমান, আব্দুল হান্নান, সৌরভ চাকমা ও রাশেদুল ইসলাম।

ইএইচ

Link copied!