Amar Sangbad
ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫,

ঝালকাঠির আদালতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মে ২৫, ২০২৫, ০৯:০৩ পিএম


ঝালকাঠির আদালতে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

ঝালকাঠির আদালতে স্বামীর প্রতি ক্ষোভ ও অভিমানে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। 

রোববার দুপুরে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

জানা গেছে, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের শাহ আলমের মেয়ে নুসরাত জাহান চলতি বছরের ১৭ মার্চ তার স্বামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আল-আমিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

রোববার ছিল জামিন শুনানির দিন। আদালতে জামিন আবেদনের শুনানির সময় আল-আমিন তার স্ত্রী নুসরাত জাহানকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে নুসরাত বিচারকের সামনেই তার স্বামীর উপস্থিতিতে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আকন খোকন বলেন, “স্বামী সংসার করতে রাজি না হওয়ায় নুসরাত মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আত্মহননের চেষ্টা করেন।”

কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, “তাকে দ্রুত উদ্ধার করে নিরাপদে আদালত কক্ষে বসিয়ে রাখা হয় এবং পরে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনার পর আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!