মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মে ২৬, ২০২৫, ০৩:৪৭ পিএম
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মে ২৬, ২০২৫, ০৩:৪৭ পিএম
অনার্স পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় কলেজ সংলগ্ন বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আকতার উদ্দিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা জানান, গত কয়েক বছর ধরে তারা সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজে অনার্স পরীক্ষা দিয়ে আসছেন। কিন্তু চলতি বছর পরীক্ষাকেন্দ্র উপজেলা শহর থেকে দূরবর্তী এলাকায় সরিয়ে নেওয়ায় যাতায়াতে অসুবিধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খেয়া নৌকা বা ফেরিতে পায়রা নদী পার হয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ।
সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আকতার উদ্দিন জানান, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে তারা একটি লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট উচ্চমাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষকে জানানো হবে।
তিনি আরও বলেন, গত ১৭ মার্চ অনার্স পরীক্ষাকেন্দ্র সুবিদখালী মহিলা কলেজ থেকে স্থানান্তর করা হয়। এরপর গত ২৫ মে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ ও সুবিদখালী মহিলা কলেজ—উভয় প্রতিষ্ঠানকে পটুয়াখালী-২ কেন্দ্রে অন্তর্ভুক্ত করে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়। এতে করে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো. খায়রুল হাসান, মো. রবিউল ইসলাম, মোসা. মুক্তা, মো. আল-ইসলাম, মোসা. রাবেয়া, মো. শাহিন রনি, বিজয় চন্দ্র দাস, মোসা. বিথি আজার, মোসা. নাজমা আক্তার, আয়েশা আক্তার, মোসা. আয়েশা সিদ্দীকা সুমি, মো. রাব্বি মল্লিক, অর্জুন ঋষি প্রমুখ। এ সময় কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ইএইচ