চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মে ২৬, ২০২৫, ০৪:২২ পিএম
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
মে ২৬, ২০২৫, ০৪:২২ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের হাজির হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার রাত আনুমানিক ৩টার দিকে বাজারের পূর্ব গলিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাতে বাজারের সব দোকান বন্ধ ছিল। হঠাৎ আগুন দেখে আশপাশের মানুষ চিৎকার করতে শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুনে পুড়ে যাওয়া দোকানের পাশের ঘরগুলো ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে চরফ্যাশন উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল পরিদর্শনকারী দুলারহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ হোসেন জানান, “রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা গ্রহণ করে। আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
ভুক্তভোগী ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এবং বাজারে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ইএইচ