আমার সংবাদ ডেস্ক
মে ২৭, ২০২৫, ১২:১৯ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ২৭, ২০২৫, ১২:১৯ পিএম
পাবনার ভাঙ্গুড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ঝিনুক মনি (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার গভীর রাতে পৌরসভার দক্ষিণ মেন্দা গ্রামের ঘটনাটি ঘটে। নিহত ঝিনুক মনি উপজেলার দক্ষিণ মেন্দার ফরহাদ হোসেন কন্যা, সে জরিনা রহিমা বালিকা উচ্চবিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঝিনুক পরিবারের লোকজনের অজান্তে ঘরের ডাবের সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা খানম মৃত বলে ঘোষণা করেন।
তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায় নি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আত্মহত্যার সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। তবে ঘটনাস্থল তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিআরইউ