ফেনী জেলা প্রতিনিধি:
মে ২৭, ২০২৫, ০৬:০৮ পিএম
ফেনী জেলা প্রতিনিধি:
মে ২৭, ২০২৫, ০৬:০৮ পিএম
ফেনীতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১ কোটি ২৪ লাখ (প্রায় সোয়া কোটি) টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে পরশুরাম ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরি শাল, থান কাপড় ও ইনজেকশানসহ নানা পণ্যের বস্তা জব্দ করেন।
সূত্র জানায়, বিজিবি সদস্যদের টহলরত অবস্থায় মালামাল বহনকারী চোরাকারবারিরা টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকা। বর্তমানে এসব মালামাল স্থানীয় কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনীর ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি চোরাচালান রোধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।
বিআরইউ