জাহিদ হাসান, মাদারীপুর
মে ২৭, ২০২৫, ০৬:৪৫ পিএম
জাহিদ হাসান, মাদারীপুর
মে ২৭, ২০২৫, ০৬:৪৫ পিএম
মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টায় এই কর্মসূচি পালন করে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কের দুইপাশে ৪ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ডাসার উপজেলায় হয়ে আসছে। কিন্তু ডাসার উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র ডাসারে হয়। এতে নিজ উপজেলায় পরীক্ষা কেন্দ্র না থাকায় সময় অপচয়, অতিরিক্ত অর্থ ব্যয় ও ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। তাই কালকিনিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে বেশকিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পরীক্ষার্থীরা। গেল ১০দিন ধরে প্রশাসন তাদের আশ্বাস দিলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের। তাই পূর্বে ঘোষণা দেয়া কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ব্যানার-ফেস্টুন হাতে নানান স্লোগান দেন তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। পরে প্রশাসনের আশ^াসে দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
তাদের দাবি মেনে না দিলে আগামীতে স্থায়ীভাবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অধিদফতর ও মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি।
আরএস