ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পিরোজপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৫ জন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

মে ২৯, ২০২৫, ০৬:৫৭ পিএম

পিরোজপুরে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৫ জন

মেধা ও যোগ্যতার ভিত্তিতে পিরোজপুরে মাত্র ১২০ টাকার সরকারি ফি দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৫ জন প্রার্থী।

বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট-২০২৫ এর ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।

ফলাফল ঘোষণার সময় নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ও তাদের অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কোনো ঘুষ, তদবির বা হয়রানি ছাড়াই সৎ ও স্বচ্ছ পদ্ধতিতে চাকরি পাওয়ায় তাঁরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।

নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়। সকলের প্রশংসায় উঠে আসে, কেবলমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে।

পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, নবনিযুক্ত কনস্টেবল মো. শিহাব উদ্দিন সিকদার বলেন, “চাকরির আশায় প্রথমে অনলাইনে আবেদন করি। এরপর মাঠে এসে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিই এবং ভালোভাবে উত্তীর্ণ হই। কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমার কাছে এ চাকরিটা এখনও স্বপ্নের মতো লাগছে।”

শিহাব উদ্দিনের মা বলেন, “মাত্র ১২০ টাকায় আবেদন করে আমার ছেলের চাকরি হয়েছে। কোনো ঘুষ বা তদবির লাগেনি। আমরা খুব খুশি।”

জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, “এই নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা ও দুর্নীতিমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতির সুযোগ এখানে ছিল না।”

অনুষ্ঠানে টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম, গৌরনদী সার্কেল (বরিশাল) এর অতিরিক্ত পুলিশ সুপার মোসা. শারমিন সুলতানা রাখী, এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের আস্থার জায়গা আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইএইচ

Link copied!