ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ঝালকাঠি পৌর শহরের ৯নং ওয়ার্ডে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ১, ২০২৫, ০৬:৩৫ পিএম

ঝালকাঠি পৌর শহরের ৯নং ওয়ার্ডে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

ঝালকাঠি শহরের ৯নং ওয়ার্ডের বান্দাঘাট মোড় থেকে কাঠপট্টি ট্রলার ঘাট পর্যন্ত সড়কের অবস্থা বেশ বেহাল। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। 

স্থানীয়রা বারবার পৌর কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানালে ও আশ্বাস পাওয়া গেলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুলাই এই রাস্তাটি সংস্কারের দাবিতে স্থানীয়রা কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছিলেন। এরপরও কোনো সুরাহা হয়নি।

এই অবস্থা মোকাবেলায় ঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগার এবং অসীমাঞ্জলী ফাউন্ডেশনের উদ্যোগে আংশিক সংস্কারের কাজ শুরু হয়েছে। রবিবার সকাল ৯টায় বান্দাঘাট মোড় থেকে এই কাজ শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সিটি ক্লাবের সভাপতি গৌতম সরকার বাবু, উপদেষ্টা শহিদুজ্জামান অশ্রু, উক্ত দুটি সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিটি ক্লাবের সভাপতি গৌতম সরকার বাবু বলেন, দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হওয়ায় পৌরবাসীর ভোগান্তি বাড়ছিল। তাই আমরা সিটি ক্লাব, পাঠাগার ও অসীমাঞ্জলী ফাউন্ডেশন মিলে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি যাতে ৯ ও ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং ভোগান্তি কমে।

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, বহু বছর ধরে এই সড়ক সংস্কারের অভাব রয়েছে। আমরা অনেকবার মিডিয়ায় বিষয়টি তুলে ধরেছি। ২০২৩ সালের জুলাইয়ে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করা হলেও কোনো ফল হয়নি। সিটি ক্লাব ও অসীমাঞ্জলী ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদ জানাই, যারা এই কাজে উদ্যোগী হয়েছেন। আশা করি, পৌর কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সম্পূর্ণ সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরোজ আহম্মেদ বলেন, বর্ষাকালে এই সড়ক দিয়ে চলাচল খুব কষ্টকর হয়ে পড়ে, বিশেষ করে বৃদ্ধ ও ছোট শিশুদের জন্য। দু’টি সংগঠনের উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ায় তারা আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছেন।

ইএইচ

Link copied!