ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কোরবানির বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার চ্যালেঞ্জে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জুন ৪, ২০২৫, ০৩:১৫ পিএম

কোরবানির বর্জ্য অপসারণে ১২ ঘণ্টার চ্যালেঞ্জে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত এবং পরিবেশবান্ধব উপায়ে অপসারণে ১২ ঘণ্টার বিশেষ চ্যালেঞ্জ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। 

ঈদের দিন থেকেই এই অভিযান শুরু হবে এবং লক্ষ্য হচ্ছে— ১২ ঘণ্টার মধ্যে নগরের সব কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করা।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ বজায় রাখতে মসিক ইতোমধ্যে একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. আরিবুর রহমান এবং কর্মকর্তা মো. মহব্বত আলীর তত্ত্বাবধানে পরিচালিত হবে এই কর্মসূচি। 

সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন বিভাগীয় কমিশনার ও মসিকের প্রশাসক মো. মোখতার আহমেদ।

চলতি অভিযানে অতিরিক্ত ১,৩০০ পরিচ্ছন্নতাকর্মী যুক্ত করা হয়েছে। বর্জ্য সংগ্রহ ও অপসারণে মাঠে থাকবে ২৫টি পাওয়ার শ্রেডারসহ মোট ৩৪টি এক্সকেভেটর, ২১টি গার্বেজ ট্রাক, ৮ টনের ৬টি, ৪ টনের ৩টি এবং ২ টনের ৩টি ট্রাক। রাস্তাঘাট পরিষ্কারে ৩টি স্ট্রিট রোডার ও জীবাণুনাশক ছিটানোর জন্য ৩টি পানির গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু কোরবানির বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। কোরবানির বর্জ্য ফেলার নির্ধারিত স্থান হিসেবে ব্যবহার করা হবে ময়লাকান্দা ডাম্পিং স্টেশন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শুরু হয়েছে সচেতনতামূলক প্রচারণা। এতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে— যত্রতত্র পশু জবাই না করা, রক্ত ও বর্জ্য গর্ত করে মাটিচাপা দেওয়া, সুরক্ষা সামগ্রী ব্যবহার করা এবং নির্ধারিত ব্যাগে করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা।

মসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, "জনসচেতনতা এবং নাগরিক অংশগ্রহণ ছাড়া কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়। তাই সবাইকে সম্মিলিতভাবে পরিচ্ছন্ন ঈদ উদযাপনে সহযোগিতা করতে হবে।"
পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নগরবাসীর পাশে থাকবে সিটি কর্পোরেশন— এমন অঙ্গীকারের কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইএইচ

Link copied!