ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বেনাপোল পৌরসভার ১৬৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল প্রতিনিধি

জুন ৪, ২০২৫, ০৮:৩৪ পিএম

বেনাপোল পৌরসভার ১৬৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা

বেনাপোল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

বুধবার বিকেল ৪টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।

বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক কাজী নাজিব হাসান। 

এ সময় ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৫৮ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৯০৩ টাকা। ফলে বাজেটে উদ্বৃত্ত রয়েছে ১০ কোটি টাকার বেশি। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৯৬৩ টাকা এবং রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৮ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) নুর ইসলামসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শহীদ জুলাই আন্দোলনের শহীদ আবদুল্লাহর পিতা আব্দুল জব্বার, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, পৌর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক সুমন হোসাইন ও বকুল মাহবুব প্রমুখ।

বাজেট ঘোষণার সময় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের দায়িত্বরত কাউন্সিলরবৃন্দ, স্থানীয় সুধীজন, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাই বাজেট সম্পর্কে সুচিন্তিত মতামত দেন, যা গুরুত্ব সহকারে গ্রহণ করে প্রশাসক ভবিষ্যতের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিফলনের আশ্বাস দেন।

পৌর প্রশাসক জানান, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে বেনাপোলকে একটি নান্দনিক ও স্মার্ট পৌরসভায় রূপান্তরের লক্ষ্য নিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎবাতি, ডাম্পিং জোন, মশা নিধন, স্বাস্থ্য, স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহ, পৌর মার্কেট নির্মাণ এবং বেনাপোলবাসীর দীর্ঘদিনের চাওয়া অনুযায়ী ৫০ শতক জমির উপর একটি আধুনিক পৌর হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে তৎকালীন মেয়র নাসির উদ্দিন ১৪০ কোটি ১ লাখ ৭৮ হাজার ১১১ টাকার বাজেট ঘোষণা করেছিলেন। এবারের বাজেট গত বছরের তুলনায় প্রায় ২৭ কোটি ৫২ লাখ টাকা বেশি।

ইএইচ

Link copied!