শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জুন ১১, ২০২৫, ০২:৩৩ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাচারিবাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত ৮ জুন ঈদের ছুটিতে কাচারিবাড়িতে ঘুরতে আসা এক দর্শনার্থীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর, ১০ জুন বিক্ষুব্ধ জনতা অফিস ও অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। উদ্ভূত পরিস্থিতিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই সিদ্ধান্ত নেয়।
এ প্রসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন জানান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাচারিবাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমান ১১ জুন শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।
বুধবার কাস্টডিয়ান হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, “অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে।”
জানা গেছে, গত ৮ জুন এক দর্শনার্থী তার পরিবারসহ কাচারিবাড়ি পরিদর্শনে গেলে গেটের এক কর্মচারীর সঙ্গে পার্কিং ফি নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভেতরে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
এ ঘটনার প্রতিবাদে ১০ জুন স্থানীয়রা শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা-জানালা ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান কাচারিবাড়ি পরিদর্শন করেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী বলেন, “মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ