ফেনী জেলা প্রতিনিধি:
জুন ১৪, ২০২৫, ১২:৩৬ পিএম
ফেনী সদর উপজেলার শর্শদিতে পিস্তলসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক ব্যক্তির নাম আবদুর রহিম রোমান (৪৫)। তিনি সদর উপজেলার জাহানপুর গ্রামের সৈয়দ আলী হাজী বাড়ির আবদুল গণির ছেলে।
শুক্রবার দুপুরে মধ্যম ফতেহপুরের খন্দকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সন্দেহ হলে তারা রোমানকে আটক করে দেহ তল্লাশি করেন। তল্লাশিতে একটি অবৈধ পিস্তল পাওয়ার পর উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ৯৯৯-এ কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রোমানকে আটক করে থানায় নিয়ে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আটক রোমানের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত পাঁচটি মামলা রয়েছে।’
গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।