টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর)
জুন ১৪, ২০২৫, ০৪:০৯ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে এই শোডাউন শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন।
মুহাম্মদ হোসেন আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
শোডাউনের মাধ্যমে তিনি গাজীপুর-২ আসনের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন এবং তাঁর উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
আয়োজকদের দাবি, এই শোডাউন স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
ইএইচ