সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
জুন ১৪, ২০২৫, ০৫:৪১ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোভ্যান চুরির মামলায় বিপুল চন্দ্র (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কিশামত দুর্গাপুর (ঝাউলার বাজার) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিপুল চন্দ্র খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া (হিন্দুপাড়া) গ্রামের সন্তোষ চন্দ্রের ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ মে দিবাগত রাতে উপজেলার কিশামত দুর্গাপুর গ্রামের মজনু মিয়ার বাড়ি থেকে একটি স্মার্টফোন, সেচপাম্প, বিদ্যুৎবিষয়ক সরঞ্জাম ও নগদ অর্থসহ একটি অটোভ্যান চুরি হয়। ঘটনার পর ১ জুন সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মজনু মিয়া।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তীতে বিপুল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সবুর মিয়া জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
ইএইচ