ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দুই বাসের রেষারেষি: নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ৫

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জুন ১৬, ২০২৫, ১২:২৭ পিএম

দুই বাসের রেষারেষি: নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ৫

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি বাসের রেষারেষির সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ভিআইপি পরিবহনের এক হেলপার ঘটনাস্থলেই নিহত হন এবং অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার ভান্ডাব এলাকার এসএনএস সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস দ্রুতগতিতে প্রতিযোগিতা করছিল। ভিআইপি পরিবহনের একটি বাস আরেকটি অজ্ঞাত বাসের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে ভিআইপি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানের বিভাজকে উঠে যায় এবং সেখান থেকে রাস্তায় উল্টে পড়ে। এ সময় বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়। নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!