ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

চাঁদা না দেয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জুন ১৬, ২০২৫, ০১:২৮ পিএম

চাঁদা না দেয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুরে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

শনিবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের গুলেন মোল্লার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত শরিফুল ইসলাম ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। এ ঘটনায় রোববার বিকেলে গুরুদাসপুর থানায় স্বপন আলী (২৫) ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন শরিফুলের পিতা ফজলুর রহমান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত স্বপন আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বপন আলী একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। একাধিক মামলার আসামি স্বপনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। তিনি বিএনপির একটি প্রভাবশালী পক্ষের মদদপুষ্ট বলেও অভিযোগ উঠেছে।

আহতের মা কান্নাজড়িত কণ্ঠে জানান, “স্বপনের সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ থাকলেও তা অনেক আগেই মীমাংসা হয়েছিল। কিন্তু সম্প্রতি সে পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং না দিলে গোয়ালের গরু নিয়ে যাবে বলে হুমকি দেয়।”

তিনি আরও বলেন, “শনিবার সন্ধ্যায় স্বপন মোবাইল ফোনে শরিফুলকে গুলেন মোল্লার মোড়ে ডেকে নেয়। সেখানে ফরিদুলের মুদি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্বপন পেছন থেকে চাপাতি দিয়ে প্রথমে পিঠে ও পরে মুখে কোপ দেয়। এতে শরিফুল মাটিতে লুটিয়ে পড়েন ও প্রচণ্ড রক্তক্ষরণ হয়।”

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব হোসেন বলেন, “রাত পৌনে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় শরিফুলকে হাসপাতালে আনা হয়। কপালের বাম পাশ থেকে নাক পর্যন্ত লম্বা ক্ষতচিহ্নে ১৫টি সেলাই দিতে হয়েছে। পিঠের আঘাত বুকের হাড় পর্যন্ত গভীর হওয়ায় সেখানে সেলাই না দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, “চিৎকার শুনে আমি ও আশপাশের দোকানদাররা গিয়ে আহত শরিফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আহত অবস্থায় তার প্রচুর রক্তক্ষরণ হয়। এখনও তিনি শঙ্কামুক্ত নন।”

তিনি আরও বলেন, “স্বপন বিএনপি নেতা আব্দুল আজিজের ঘনিষ্ঠ। তার নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। এ গ্যাংয়ের সদস্যরা ইতোমধ্যে অন্তত ৫ জনকে মারধর করেছে। এলাকায় স্বপনের বিচার না হলে শান্তি ফিরবে না।”

আহত শরিফুলের বাবা ফজলুর রহমান বলেন, “শরিফুলের দুটি সন্তানই প্রতিবন্ধী। তার আয়েই আমাদের ৬ জনের সংসার চলতো। অথচ চাঁদা না দেওয়ায় তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমি স্বপনের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হানান বলেন, “মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ইএইচ

Link copied!