জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জুলাই ১৪, ২০২৫, ০৩:২১ পিএম
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক ও সহকারী পরিবার কল্যাণ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাবনী চাকমা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুপন চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. আমজাদ হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব ও অপরিকল্পিত গর্ভধারণ মেয়েদের অধিকার লঙ্ঘন করে এবং সমাজে জেন্ডার বৈষম্য সৃষ্টি করে। এসব কারণে মেয়েরা মাধ্যমিক শিক্ষা থেকে ঝরে পড়ে এবং দারিদ্র্য ও নির্ভরতার চক্রে আটকে পড়ে। তারা আরও বলেন, বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হারে নারীরা এখনও পুরুষদের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ পিছিয়ে আছে (নারী ৭২.৮%, পুরুষ ৭৮.৬%)।
আলোচনা শেষে মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন সেবা এবং জনস্বার্থে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারী পরিবার কল্যাণ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও মো. মনজুর আলম।
ইএইচ