আলী হাসান, জয়পুরহাট
জুলাই ১৫, ২০২৫, ০৬:৪৭ পিএম
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ বাস্তবায়ন উপলক্ষে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লুন নাজমা বেগম এবং জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নানা পরামর্শ গ্রহণ করা হয় এবং একাধিক উপ-কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের সুচারু বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারী সবাই নিজ নিজ দপ্তর ও অবস্থান থেকে কার্যকর সহযোগিতার আশ্বাস দেন।
ইএইচ