জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জুলাই ১৬, ২০২৫, ০৪:৩০ পিএম
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
সভায় বক্তব্য রাখেন- মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী দীপশিখা চাকমা, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান খান, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হারুন উর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মনজুর আলম বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের শৃঙ্খল ভাঙতে যারা নিজেদের উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণে এ বছর প্রথমবারের মতো সরকার ১৬ জুলাইকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।”
ইএইচ