আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৬, ২০২৫, ০৯:২৪ পিএম
জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুস ছালাম খান, পরিচালক মো. আনিছুর রহমান সরকার, মো. মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনুর রশীদসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য গতকাল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
ইএইচ