মনজুর ই মওলা সাব্বির, নাটোর
জুলাই ১৬, ২০২৫, ০৫:১৫ পিএম
নাটোরে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে "জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট" এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় নাটোর জেলা স্টেডিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দীঘা ডায়মন্ড ফুটবল একাডেমি ও ময়না ভাই স্পোর্টিং ক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলার প্রতিটি থেকে দুটি করে দল এবং সদর উপজেলা থেকে চারটি দলসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
ইএইচ