বাগেরহাট প্রতিনিধি:
জুলাই ২৫, ২০২৫, ০৪:১৬ পিএম
সুন্দরবনের চুনকুরি নদী থেকে গুরুতর আহত অবস্থায় একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয় কচ্ছপটিকে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়মিত টহলের সময় চুনকুরি নদীতে ভাসমান একটি কচ্ছপ দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। কাছে গিয়ে দেখা যায়, কচ্ছপটির একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রক্তক্ষরণ হচ্ছে।
আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে সেটিকে উদ্ধার করে কোস্টগার্ড স্টেশন দোবেকীতে নেওয়া হয়। সেখানে কচ্ছপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে শুক্রবার সকালে দোবেকী বন বিভাগের পুকুরে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, বর্তমানে কচ্ছপটি সুস্থ রয়েছে।
প্রাণী সুরক্ষায় কোস্টগার্ডের এই দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বন কর্মকর্তা ও পরিবেশকর্মীরা।
বিআরইউ