ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫
Amar Sangbad

দেশে ‘জাতিসংঘ মানবাধিকার কার্যালয়’ বন্ধে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল 

আব্দুল্লাহ আল আমীন,ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন,ময়মনসিংহ

জুলাই ২৬, ২০২৫, ১২:২০ পিএম

দেশে ‘জাতিসংঘ মানবাধিকার কার্যালয়’ বন্ধে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল 

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও গণমিছিল করেছে জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা নগরীর কৃষ্ণচূড়া চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে জমিয়তের নেতাকর্মীরা অংশ নিয়ে সরকারের প্রতি কার্যালয় স্থাপনের উদ্যোগ বন্ধ করার আহ্বান জানান। 

সমাবেশে মুফতি মাহবুবুল্লাহ কাসেমী  বলেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন করা হলে তা দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এটি অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে। তারা এই সিদ্ধান্তকে ‘জাতীয় স্বার্থবিরোধী’ এবং ‘দেশের স্বাধীনতায় হস্তক্ষেপমূলক’ হিসেবে আখ্যায়িত করেন। 

জমিয়তের নেতারা সমাবেশে আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত জানাচ্ছি। সরকার যদি দেশের স্বার্থ রক্ষা করতে চায়, তবে অবিলম্বে এই প্রস্তাবের বিরোধিতা করে জাতিসংঘকে স্পষ্ট বার্তা দেওয়া উচিত।

 তারা অভিযোগ করেন, এই ধরনের আন্তর্জাতিক কার্যালয় দেশের বিচারব্যবস্থা, নিরাপত্তা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে অযাচিত হস্তক্ষেপ করতে পারে। 

সমাবেশ শেষে একটি গণমিছিল কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং প্ল্যাকার্ড, ব্যানার, স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। তারা জনগণের মধ্যেও এই বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। 

জেলা জমিয়তের নেতারা জানান, এই ইস্যুতে প্রয়োজনে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘ কার্যালয় স্থাপনের প্রক্রিয়া থেকে সরে আসার পদক্ষেপ নিতে।

বিআরইউ

Link copied!