জয়পুরহাট প্রতিনিধি:
জুলাই ২৬, ২০২৫, ০৫:০২ পিএম
‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে সমাজ গঠনের লক্ষ্যে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শপথ পাঠের এই আয়োজন করা হয়। ঢাকা থেকে ভার্চ্যুয়ালি শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মুবারক জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু।
বিআরইউ