ফেনী জেলা প্রতিনিধি:
জুলাই ২৫, ২০২৫, ০৫:৩০ পিএম
ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ২১৬৪/৩–এস নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার গাছি মিয়ার ছেলে মো. লিটন (৩২) এবং ইউছুফ মিয়ার ছেলে মো. মিল্লাত হোসেন (২১)। আহত মো. আফছার (৩০) একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দিকে সীমান্ত পিলার অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন লিটন, মিল্লাত ও আফছার। তারা সীমান্তের তারকাঁটার কাছাকাছি পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে তিনজনই গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ লিটনকে বিএসএফ সদস্যরা ভারতের ভেতরে নিয়ে যায়।
মিল্লাত ও আফছারকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান। আফছার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফেনীস্থ ৪–বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজন ভারতীয় সীমান্তে ও একজন বাংলাদেশে মারা গেছেন। আমরা ঘটনার পরপরই ঘটনাস্থলে বিজিবি পাঠিয়েছি। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।”
বিআরইউ