ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মহেশপুর সীমান্তে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ১, ২০২৫, ০৪:৩০ পিএম

মহেশপুর সীমান্তে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক এক মতবিনিময় সভার আয়োজন করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বৃহস্পতিবার বিকেল ৫টায় শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শ্যামকুড় ৮ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। 

আরও উপস্থিত ছিলেন- ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু হানিফ মো. সিহানুক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, লড়াইঘাট কোম্পানি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ জনগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানব পাচার একটি মানবতাবিরোধী জঘন্য অপরাধ। এই অপরাধ প্রতিরোধ করা আমাদের সামাজিক দায়বদ্ধতা। যারা পাচারকারীদের আশ্রয় দেয়, পরিবহনে সহায়তা করে কিংবা গোপনে সীমান্ত অতিক্রমে সহায়তা করে, তারাও সমানভাবে অপরাধী।”

তিনি আরও বলেন, “মিথ্যা প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করাও শাস্তিযোগ্য অপরাধ। যারা বিদেশে ভালো চাকরির আশ্বাস দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে, তারা সমাজ ও দেশের শত্রু। মানব পাচারকারীরা কখনো সমাজের বন্ধু হতে পারে না—তারা মুখোশধারী প্রতারক। এসব দালাল ও গডফাদারদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করতে হবে।”

তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান, মানব পাচারকারীদের সম্পর্কে গোপনে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লজ্জাজনক অপরাধ থেকে সমাজ ও জাতিকে মুক্ত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!