বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫, ০৪:৩৪ পিএম
সিরাজগঞ্জের বেলকুচিতে ডায়াবেটিস রোগীদের জন্য প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ‘ডায়াবেটিক পণ্য সমাহার’ নামে একটি বিশেষায়িত আউটলেট।
বেলকুচি ডায়াবেটিক হাসপাতাল ও ডায়াবেটিক ফুট কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার ডায়াগনস্টিক হাসপাতাল বিডি লিমিটেড-এর উদ্যোগে এই আউটলেট চালু করা হয়।
শুক্রবার সকালে বেলকুচি ডায়াবেটিক সেন্টার অ্যান্ড কমিউনিটি হাসপাতালের সামনের জাকির ম্যানশনের নিচতলায় ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে আউটলেটের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ.বি.এম. কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাম্মি আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন- আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আমির হোসেন মণ্ডল, মুকুন্দগাঁতী বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট পণ্যের একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে ‘ডায়াবেটিক পণ্য সমাহার’ কাজ করবে। রোগীদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে সুনির্বাচিত পণ্য রাখা হয়েছে আউটলেটে। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান উদ্যোক্তারা।
ইএইচ