ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
বাণিজ্য মেলার শেষ মুহূর্ত

ক্রেতা আকর্ষণে ছাড়ের হিড়িক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৩, ০৪:২৯ পিএম

ক্রেতা আকর্ষণে ছাড়ের হিড়িক

ক্রেতাদের সমাগমে শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর অদূরে পূর্বাচলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে’ মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

শনিবার (২৮ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি হওয়ায় মেলায় বেচা-কেনার ধুম লেগেছে। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে স্রোতের মতো মানুষ আসতে থাকে। এতে মূল ফটকসহ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে থাকে। মানুষের সমাগম বেশি থাকায় অনেকেই পায়ে হেঁটে আসছেন। তারপরও মানুষ মেলায় আসতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

এদিকে মেলার শেষদিকে আগত ক্রেতাদের মন কাঁড়তে লোভনীয় মূল্য ছাড়ের হিড়িক লেগেছে। ছাড়ের স্টলগুলোতে কেনাকাটার জন্য মানুষ ভিড় জমাচ্ছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে মানুষ সাংসারিক সব কেনাকাটা করছে। তবে কেনাকাটার মূল আকর্ষণ হচ্ছে ইলেকট্রনিক ও কসমেটিকস সামগ্রিক পণ্যের উপর।

এছাড়াও শীতের কিছু পোশাক কিনতে মানুষের ভিড় জমাচ্ছে। তবে একবারের জন্য হলেও ইলেকট্রনিক স্টলগুলোতে সকলেই একটু উঁকি মারছে। কেউ ভিড় জমাচ্ছে দেখতে, আবার কেউবা পণ্যের দাম হাঁকাতে।

তবে সাধ্যের মধ্যে হলেই ক্রেতারা তাদের পছন্দের জিনিসটি লুফে নিচ্ছে। এদিকে পণ্যের উপরও চলছে রাফেল ড্র। অনেকেই রাফেল ড্র করে নিজের পণ্যটি আদায় করে নিচ্ছেন।

মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবার-পরিজন নিয়ে বাণিজ্য মেলায় আসতে পেরে তারা আনন্দ বোধ করছেন। কেনাকাটার সঙ্গে ঘুরাঘুরি অন্যরকম এক অনুভূতি।

কি কেনাকাটা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক’জন ক্রেতা বলেন, মূল্য ছাড়ের কারণে অনেক কিছু সাধ্যর মধ্যে কিনতে পেরেছি। বাহিরের বিপণি বিতান গুলোর চেয়ে এখানে স্বল্প মূল্যে অনেক কিছু কেনা সম্ভব হয়েছে। তাই দু’হাত ভরে অনেক কিছু কিনেছি। 

ইলেকট্রনিক স্টলের দায়িত্বে থাকা কবির হোসেন জানান, বেশির ভাগ পণ্যের উপর ছাড় দেয়া হয়েছে। আবার অনেক সামগ্রীর উপর সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে। 

তাই সবমিলিয়ে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে বাণিজ্য মেলায় বেচাকেনার ধুম চলছে।

এআরএস

Link copied!