ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানি কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২৩, ১১:১১ এএম

সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানি কমেছে

টানা তৃতীয় মাসের মতো কমেছে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি। জয়েন্ট অরগানাইজেশন ডাটা ইনিশিয়েটিভ (জেওডিআই) এ তথ্য জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা অঞ্চল এশিয়া। তবে কম দামের সুবিধা পেতে সম্প্রতি অঞ্চলটি রাশিয়ার বাজার থেকে জ্বালানিটির আমদানি বাড়িয়েছে। এ কারণে সৌদি আরব থেকে আমদানি কমেছে।

জুনে সৌদি আরব দৈনিক ৬৮ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করে। মে মাসের তুলনায় রপ্তানি ১.৮ শতাংশ কমেছে। ওই মাসে রপ্তানি করা হয়েছিল ৬৯ লাখ ৩০ হাজার ব্যারেল।

সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন জুনে প্রায় অপরিবর্তিত ছিল। ওই সময় দেশটি দৈনিক ৯৯ লাখ ৬০ হাজার ব্যারেল উত্তোলন করে। ওই মাসে জ্বালানিটির মজুদ দৈনিক ১৪ লাখ ৫০ হাজার ব্যারেল বেড়ে যায়। মজুদের পরিমাণ দাঁড়ায় দৈনিক ১৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ব্যারেলে।

স্থানীয় পরিশোধন কেন্দ্রগুলো জুনে দৈনিক ২৮ হাজার ব্যারেলেরও কম জ্বালানি তেল প্রক্রিয়াজাত করে, মে মাসে যা ছিল দৈনিক ২৫ লাখ ৬০ হাজার ব্যারেল।

জুনে দেশটির জ্বালানি তেল রপ্তানি আগের মাসের তুলনায় দৈনিক ২৬ হাজার ব্যারেল কমে যায়। রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ৫০ হাজার ব্যারেলে।

চলতি মাসে দেশটি এককভাবে দৈনিক ১০ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমাবে বলে জানিয়েছে সৌদি আরব। আগামী মাসেও উত্তোলন কমানোর ধারা অব্যাহত রাখবে দেশটি। মূলত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণে রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ওপেক প্লাসের সঙ্গে করা চুক্তির শর্ত মেনেও উত্তোলন কমানো হচ্ছে।

এআরএস

Link copied!