আমার সংবাদ ডেস্ক
মে ২৩, ২০২৫, ০৬:২২ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ২৩, ২০২৫, ০৬:২২ পিএম
ইসলামী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ৩২তম বার্ষিক সাধারণ বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সোসাইটির সভাপতি ও ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন মজুমদার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম।
সভা পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাকসুদুর রহমান।
এ সময় সমিতির সদস্যসহ ব্যাংকের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ