Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

বাংলাদেশ গণিত সমিতির সেমিনার অনুষ্ঠিত 

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

জুলাই ২৫, ২০২২, ০৮:৩৪ পিএম


বাংলাদেশ গণিত সমিতির সেমিনার অনুষ্ঠিত 

বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে গতকাল ২৪ জুলাই ২০২২ রবিবার সকাল ৯:৩০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী "Mathematics for a Better Life "প্রতিপাদ্য বিষয়ের উপর এক সেমিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাণিতিক পদার্থ বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. অজিত কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম। 

প্রধান অতিথি তার বক্তব্যে গণিত চর্চার উপর গুরুত্বারোপ করেন। গণিত র্চচার বিকাশ আমাদের প্রত্যহিক জীবনের সকল সমস্যার কার্যকর সমাধান প্রদানে সক্ষম। তিনি শিক্ষার্থীদের গণিতের প্রায়োগিক দিক সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত এবং এ আয়োজনের জন্য বাংলাদেশ গণিত সমিতিকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি তার বক্তব্যে গণিতের বহুবিধ প্রয়োগ সম্পর্কে উল্লেখ করেন বিশেষত সমুদ্রবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লানিং ইত্যাদি।

এ সময় আরো বক্তব্য রাখেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শাহাদাত হোসেন, জা.বি অধ্যাপক ড. মোঃ ওসমান গণি ও অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মোঃ হুমায়ন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জেসমিন আক্তার। 

উক্ত সেমিনারে দুটি সাইন্টিফিক সেশন অনুষ্ঠিত হয়। সেশন-১ এ Learning the Theory of Fractal and Multifractal through Examples of Deterministic and Stochastic Nature শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: কামরুল হাসান ও  Introduction to High-Performance Parallel Computing: Application in Computational Fluid Dynamics  প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক পদার্থ বিভাগের  প্রফেসর ড. মো: মামুন মোল্লা। উক্ত সেশনে এর চেয়ার হিসাবে দায়িত্ব পালন করেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো: শাহাদাত হোসেন। সাইন্টিফিক সেশন-২ এ   Model-aided Understanding of Self-Organized Pattern Formation in Biological Systems শিরোনামে প্রবন্ধ উপস্থাপন  করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ড. এম হুমাউন কবীর এবং চেয়ার হিসাবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও গবেষক উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!