Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

ডিসির ক্যাফেটেরিয়ায় উচ্চমূল্যে খাবার,শিক্ষার্থীদের অসন্তোষ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৩, ২০২৩, ০২:৫৮ এএম


ডিসির ক্যাফেটেরিয়ায় উচ্চমূল্যে খাবার,শিক্ষার্থীদের অসন্তোষ

ঢাকা কলেজের ক্যান্টিনের খাবারের উচ্চমূল্য হওয়ায়  অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার (ক্যান্টিন) এর খাবারের মূল্য তালিকা প্রকাশ করা হলেও যা শিক্ষার্থীদের অসুবিধায় পরিণত হয়েছে।

মূল্য তালিকা অনুযায়ী খাবারের মূল্য নির্ধারন  করেছে,  খিচুড়ি -২৫, পরোটা -১০, ডাল -১৫, সবজি -১৫, ডিম মামলেট -২০, ভাত -১০, মাছ -৬০, মুরগি -৬০, সবজি -১৫, ভর্তা -১০, সিঙ্গারা -১০, সমুচা -১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার ২ জানুয়ারি এই মূল্য প্রকাশ করেছে ঢাকা কলেজ ক্যান্টিন প্রশাসন।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেইজে এই মূল্য তালিকা প্রকাশ করার সাথে সাথেই বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। শিক্ষার্থীদের অভিযোগ এই মূল্য সাধারণ শিক্ষার্থীদের নাগালের বাইরে। কেউ কেউ ক্যান্টিন বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছেন।  বিভিন্ন শিক্ষার্থী করেছেন বিভিন্ন মন্তব্য।

ঢাকা কলেজের শিক্ষার্থী  মুহিব বুল্লাহ বলেন ,   মাছ-মুরগি দিয়ে খাবার খেলে প্রতিবেলা ৮০/৯০ টাকা ২ বেলা- ১৬০/১৮০,  নাস্তা -৩৫ মোট- ১৯৫/২০০ দৈনিক গড়ে ২০০ টাকা খাবার বিল হলে মাসে?  ডিম/ সবজী দিয়ে খেলে হয়ত ৩০/৪০ টাকা কমবে ১৫০ গড়ে ধরলেও মাসে -৪৫০০ খাবার বিল বাহ !


আলপনা জামান অনন্যা নামে একজন বলেন, বাহিরের হোটেলেও সমান দাম খাবারের, একটা শিক্ষা প্রতিষ্ঠানে খাবারের দাম এতো বেশি হলে কিভাবে হয়।


আবদুল্লাহ খান নামে একজন বলেন, খাবারের মান এবং পরিমান ভালো করতে হলে দাম বাড়াতে হবে।


মসাহনি নামে এক শিক্ষার্থী বলেন, দাম বেশি না করে দাম কমিয়ে পরিমাণও একটু কমিয়ে দেওয়া হোক।
সিঙ্গারা, সমচা ৫ টাকা করে, সাইজে ছোট করলেই হয়।
স্টুডেন্ট এর জন্য খাবারের ক্যান্টিন করে, এমন মূল্য নির্ধারণ করলে কিভাবে হবে!

Link copied!