Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

মো. মাসুম বিল্লাহ

মে ৭, ২০২৩, ০৫:০২ পিএম


শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

ভাষাসৈনিক এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি‍‍`র মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ ।

শনিবার (৬ মে) রাতে রাজধানীর কলা বাগানে তাঁর নিজ বাসভবনে রহিমা ওয়াদুদ শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার (৭ মে) এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ বলেন, রহিমা ওয়াদুদ ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষকতা জীবনে তিনি বহু শিক্ষার্থীর মানস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি স্বামী এম এ ওয়াদুদের মাতৃভাষা প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে সকল মুক্তির আন্দোলন সংগ্রামে তিনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন নির্মোহ, দেশপ্রেমিক ও একনিষ্ঠ শিক্ষককে হারিয়েছে।

ইউজিসি চেয়ারম্যান তাঁর শোকবার্তায় মরহুমা রহিমা ওয়াদুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এআরএস

Link copied!