Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

থানায় জিডি করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিক

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৮:২৫ পিএম


থানায় জিডি করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিক
ছবি: আমার সংবাদ

নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৭ জন সাংবাদিক।

বৃহস্পতিবার দুপুর ১ টায় ময়মনসিংহের ত্রিশাল থানায় এই ডায়েরি করা হয়। 

বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে ছাত্রলীগের হামলায় আহত সাংবাদিক মো. ফাহাদ বিন সাইদ এতে স্বাক্ষর করেন। জিডি নং ৪৬০।

জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকরা হলেন- ফাহাদ বিন সাইদ (আজকের পত্রিকা), আহসান হাবিব (জাগোনিউজ), সিফাত শাহরিয়ার প্রিয়ান (আরটিভি), জিহাদুজ্জামান জিসান (কালবেলা), নবাব মো. শওকত জাহান কিবরিয়া (আমার সংবাদ), আসলাম বেগ (খবরের কাগজ), আরাফাত রহমান (আজকালের খবর), মোকছেদুল মোমিন (সারাবাংলা), রাশেদুজ্জামান রনি (ভোরের কাগজ), রোহান চিশতীসহ (বাংলা ভিশন) মোট ২৭ জন সাংবাদিক।

এর আগে সোমবার ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের সাবেক নেতা আবু নাঈম আব্দুল্লাহর অনুসারীরা।

এ ঘটনায় সোমবার রাতেই বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে আহ্বায়ক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহকে সদস্য এবং প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্য সচিব করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ৩ দিন পার হলেও শেষ হয়নি তদন্ত।

ইএইচ

Link copied!