নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৫, ০৭:১০ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ অর্থবছরে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ বৃত্তি’ পেয়েছেন ১৯ জন মেধাবী শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) নিয়মিত কোর্সের চূড়ান্ত পরীক্ষায় নিজ নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগ থেকে তাদের মনোনীত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “তোমাদের কৃতিত্ব বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। এই বৃত্তি ভবিষ্যতে আরও মনোযোগী হয়ে ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।” তিনি শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
বৃত্তি ছয়টি ক্যাটাগরিতে নজরুল পরিবারের সদস্যদের নামে প্রদান করা হয়—
বক্তারা বলেন, এ ধরনের বৃত্তি মেধাবী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ী এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। বিশ্ববিদ্যালয় পরিবার এ অর্জনে গর্বিত।
ইএইচ