জবি প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫, ০৪:৪১ পিএম
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারে বাধা এলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
বলেন, “আমরা শুনেছি, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বগুড়ার আজিজুল হক কলেজে ভর্তি হলেই চাকরি পাওয়া যেত। আমরা সেই যুগে আর ফিরতে চাই না। পিএসসি সংস্কারে কেউ বাধা দিলে, আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবো।”
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ, অগ্নিসন্তান ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আবু বাকের মজুমদার আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৫ জুলাইয়ের ঐতিহাসিক মিছিল ছাড়া আন্দোলন এতোটা সুসংগঠিত হতো না। ওইদিন জগন্নাথের মিছিল আমাদের আরও শক্তি ও সাহস জুগিয়েছে।”
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষার্থী ও সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইএইচ