Amar Sangbad
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

তারুণ্যের বাংলাদেশ কনসার্টে রাতে মঞ্চ মাতাবেন জেমস

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২২, ০৮:৩২ পিএম


তারুণ্যের বাংলাদেশ কনসার্টে রাতে মঞ্চ মাতাবেন জেমস

বাংলাদেশ সঙ্গীতের মহাতারকা মাহফুজ আনাম জেমস। আর জেমসের কনসার্ট মানে ভক্তদের কাছে যেন আলাদা পাগলামি।

বুধবার (২৩ নভেম্বর) রাতে গাইবেন নগরবাউলের জেমস।

রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী উপলক্ষে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’–এ গান পরিবেশন করার কথা। বাংলাদেশে ব্যান্ডগান ভক্তদের গানের গুরু রাত ৯টায় মঞ্চেই।

নগরবাউল ছাড়াও এ আয়োজনে কোক স্টুডিও বাংলা, মেট্রিক্যাল, ক্যালিপ্সো, বিটস অব ড্রিমসসহ কয়েকটি ব্যান্ড গাইবে। বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী আয়োজনে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

আগামী ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজনের অপেক্ষায় থাকা ‘ব্যান্ড মিউজিক ফেস্ট–২০২২ ’–এ গাইবে নগরবাউল। ডিসেম্বর ও জানুয়ারিতে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি কনসার্ট রয়েছে ব্যান্ডটির।

এবি

Link copied!