Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

এফডিসি থেকে পরিচালক শফিক হাসান আটক

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:০৮ পিএম


এফডিসি থেকে পরিচালক শফিক হাসান আটক

শাকিব খান-পরীমণি'র 'ধূমকেতু'খ্যাত ছবির পরিচালক শফিক হাসানকে আটকের খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি এখন কাশেমপুর জেল হাজতে আছেন। এমনটি নিশ্চিত করেছেন প্রযোজক শিহাব উদ্দিন চৌধুরী। এই প্রযোজক জানায়, গত শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮ঘটিকার দিকে তেঁজগাও থানার  এই মামলা আয়ু এস আই শাজাহান তাকে এফডিসির ক্যান্টিন থেকে গ্রেপ্তার করে পরদিন রোববার কোর্টে পাঠিয়ে দেন। কোর্টে জামিনের জন্য আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কাশেমপুর জেল হাজতে প্রেরণ করা হয়। 

গ্রেপ্তার নিয়ে প্রযোজক জানান, সিনেমার দুই রাইটস দুই জায়গায় লাইভ টেকনোলজিস এবং এটিএন বাংলায় বিক্রির কারণেই তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এ নিয়ে এটিএন বাংলার হেড অব মার্কেটিং ও চলচ্চিত্র পরিচালক শাহীন কবির টুটুলের সাথে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এমন আংশিক কথা আমিও শুনেছি। তবে তিনি এর বিস্তারিত কিছুই জানেন না বলে জানিয়েছেন। 

তবে শফিক হাসান গ্রেপ্তার এর সত্যতা স্বীকার করে এটিএন বাংলার সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান বিভাগ) মাহমুদ হাসানের সঙ্গে মুঠোফোনে ফোনে জানা যায়, '২০১৬ সালে লাইভ টেকনোলজিসের কাছে সাইমন সাদিক অভিনীত 'স্বপ্ন ছোঁয়া' চলচ্চিত্র ও শাকিব খান অভিনীত 'ধূমকেতু' চলচ্চিত্রের ইউটিউব সত্ত্ব আর টিভি সত্ত্বে বিক্রি করে ২০১৯ সালে। সেই ছবির প্রযোজক দেশের বাইরে থাকায় পরিচালক শফিক হাসান এটিএন বাংলার কাছে ভুয়া প্রযোজক রুবেল নামে এই দুই ছবি বাবদ প্রায় ১০ লক্ষ টাকা নেন। পরে তা লাইভ টেকনোলজিস বিষয়টি এটিএন বাংলাকে  জানালে তারা আগারগাঁও কপিরাইট অফিসে পরিচালক সফিক হাসানের নামে দুটি অভিযোগ দায়ের করেন। এরপর প্রমাণিত হলে এটিএন বাংলার কাছে ১ লক্ষ ফেরত দিয়ে তিন মাসের সময় চেয়ে নেন এই পরিচালক। পরবর্তীতে সময়ের বরখেলাপ হলে এরপর তাকে কপিরাইট অফিসের আওতায় আটকের কথা জানা যায়।'

এ প্রসঙ্গে বদিউল আলম খোকন আমার সংবাদকে বলেন, আটকের বিষয়টা জেনেছি, শফিক হাসানকে বিএফডিসির ক্যান্টিন থেকে আটক করা হয়। তবে সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে কাগজ দেখেছি। শুনেছিলাম তেজগাঁ থানা পুলিশ তাকে আটক করেছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) উনাকে কোর্টে তোলা হয়েছিল। সেখানে জামিন চাওয়া হয়েছে তবে শুনেছিলাম আদালত উনাকে জামিন দেয়নি।

এদিকে প্রযোজক শিহাব উদ্দিনের ভাষ্যে, প্রথমে 'বাহাদুরি' ছবিতে অন্য পরিচালকের কাজের কথা থাকলেও  শফিক হাসান  মাত্র ৩০ লক্ষ টাকার বিনিময়ে 'বাহাদুরি'র কাজ শুরু করার কথা বললেও তা শেষ করা হয় কোটিতে গিয়ে। জায়েদ খান পরীমনি থাকার কারণে আর বেশি ব্যায় হওয়াতে এই ছবিতে ছবিটির ৭০ শতাংশ নির্মাণ কাজের আশা ছেড়ে দেন এই প্রযোজক। পরবর্তীতে পরিচালক শফিক হাসান নায়িকা পরীমনিসহ একাধিক জনকে প্রযোজক হিসেবে নাম লেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে ছবির কাজ শেষ করেন এবং তা সেন্সরে জমা দেন। কিন্তু এমনটি কেন হয়েছে পরবর্তীতে জানেন না বলেও জানিয়েছেন এ প্রযোজক।'

অন্যদিকে একাধিক সূত্রে জানা যায়, লাইভ টেকনোলজিস এর ব্যানারে এর আগে এমনটির দায়ে পরিচালক দেবাশীষ বিশ্বাসকেও জেল জরিমানাসহ মারধরের ঘটনা চড়াও হয়। এছাড়াও একই সিনেমা ৬ জন প্রযোজককে নাম দিবার কথা বলে টাকা নিবার কথা উঠে এবং 'শশুরবাড়ী জিন্দাবাদ - ২' সিনেমা শুটিং, এডিটিং করার সময়ও একাধিক লোকের থেকে টাকা ধারের কথা শোনা যায় তার নামে।'

এছাড়াও পরিচালক সফিক হাসানের 'স্বপ্ন ছোঁয়া, শাকিব খানের 'ধূমকেতু' করে বেশ আলোচনায় আসেন। এরপর তিনি 'বাহাদুরি' ছাড়াও নায়িকা পরীমনিকে নিয়ে 'দ্য অ্যাডভাইসার', শাকিব খানকে নিয়ে 'বিদ্রোহী নজরুল' এবং নায়িকা অধরা খানকে নিয়ে 'বাটপাট-দ্য ফ্রড' ছবিসহ একাধিক ছবির ঘোষণা দিতেও দেখা যায় এই পরিচালককে।

তবে শফিক হাসান নিজেকে পুরোপরি নির্মাতা হিসেবে তৈরি করে ২০১৩ সালের জুলাইয়ে নিজেই নির্মাণ করেন ‘স্বপ্ন ছোঁয়া’ সিনেমাটি।

Link copied!