Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

রোগ নিয়ে কুটক্তি ডিস আলমের; পাত্তা দিলেন না তাসরিফ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মার্চ ১২, ২০২৩, ০৫:৩৭ পিএম


রোগ নিয়ে কুটক্তি ডিস আলমের; পাত্তা দিলেন না তাসরিফ

সংগীতশিল্পী তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। গায়ক যখন এই রোগে আক্রান্ত তখনই তাসরিফের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘এই প্যারালাইসিস হলো অহংকারের পতন।’

গতকাল শুক্রবার রাতে লাইভে এসে কথিত আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, ‘আল্লাহপাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুষ প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের অবস্থা কী করেছে, দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহংকারের পতন।’

লাইভ ভিডিওর শিরোনামে হিরো আলম লিখেছেন, ‘সুন্দর চেহারা মানুষদের ধিক্কার জানাই আল্লাহ চাইলে পতন করতে পারে তার প্রমাণ হলো তাসরিফ খান।’

তাসরিফের প্রতি তার এই মনোভাবের কারণ উল্লেখ করে আলম বলেন, ‘কিছুদিন আগে চাঁদপুরে একটা প্রগ্রামের কথা ছিল আমার। সেখানে আমি ছিলাম, তাসরিফ ছিল, আরো অনেকে ছিল। এই তাসরিফ যখন শুনেছে আমি ওই প্রগ্রামে যাব, সে বলেছেন আলম ওখানে গেলে আমি প্রগ্রামে যাব না। এই তাসরিফ কিন্তু একদিন এটা বলেছিল। আজকে তার অবস্থা দেখেছেন?’

সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত এই ব্যক্তি বলেন, ‘আবার সুন্দরী কিছু নায়িকা আছে দেখবেন, অনেক হিরোও আছে, তারা আলম থাকলে অভিনয় করবে না, অনেকেই কিন্তু বলেছে, দেখবেন। অনেক নায়িকাই বলেছে, তার বডি ফিটনেসের সঙ্গে যায় না, চেহারার সঙ্গে যায় না। কিছু লোক বলেছে, আলম কিসের হিরো। আমি তাদেরকে ধিক্কার জানাই—আমি যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহর কাছে বলি তাদের প্যারালাইসিস দিয়ে দেও আল্লাহ।’

উল্লেখ্য, দেশে আইনের কোন তোয়াক্কা না করে আশরাফুল আলম ওরফে ডিস আলম রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাংবাদিকদের হেয় করে কথা বলতে দেখা গেছে। তবে সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ খান। ২০১৭ সালের ৫ জানুয়ারি তিনি গড়ে তোলেন ব্যান্ড দল ‘কুঁড়েঘর’।
 

Link copied!