community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪,

করোনায় আরও ১৭৩ জনের মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

মে ২৫, ২০২৩, ১১:৪৩ এএম


করোনায় আরও ১৭৩ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৩ জন।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২২ হাজার ৯৬১ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। দেশ দুটিতে ৬০ জন করে মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ১৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩৭ জন এবং মারা গেছেন ৯ জন। 

হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৫২১ জন এবং মারা গেছেন ১৫ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৮১১ জন এবং মারা গেছেন ১৫ জন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৭৬০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮২ হাজার জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ৩১৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

এইচআর

Link copied!