ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

আবারও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৩:৫০ পিএম

আবারও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা

 

আবারও স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে বদলি করা হয়েছে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে।

বুধবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই বদলির আদেশ জারি করা হয়।

একই আদেশে অধিদপ্তরের একটি অতিরিক্ত মহাপরিচালক এবং দুটি পরিচালকের পদেও রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে প্রশাসন শাখায় বদলি করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক ডা. মো. শামিউল ইসলামকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান-নিপসমের পরিচালক করা হয়েছে। আর সিলেট বিভাগের পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদকে করা হয়েছে প্রশাসন শাখার পরিচালক।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা এর আগে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ছিলেন।

কোভিড মহামারির সময় নিয়মিত সংবাদ সম্মেলন করে সারা দেশে পরিচিত হয়ে ওঠেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ২০২০ সালের ১৩ আগস্ট অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান তিনি।

২০২২ সালের আগস্টে গুরুতর অসুস্থ হলে সেব্রিনা ফ্লোরাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফসাপোর্টে রাখা হয় বেশ কিছু দিন। তার পর সুস্থ হয়ে দেশে ফেরেন ওই বছরের ২৯ ডিসেম্বর।

অসুস্থতা কাটিয়ে দেশে ফেরার পর ২০২৩ সালের ৩১ জানুয়ারি তাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান-নিপসমের পরিচালক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে থেকে বদলি করা হয়েছিল। দুই বছর পর আবারও অধিদপ্তরে নিজের পদে ফিরলেন তিনি।

আরএস

Link copied!