Amar Sangbad
ঢাকা সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪,

স্বাস্থ্য উপদেষ্টা

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ৭৩৭ জন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৭, ২০২৪, ০৫:১৯ পিএম


জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ৭৩৭ জন

জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ৭৩৭ জন, মোট আহত ২২ হাজার ৯০৭ জন।এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।সোমবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, নিহত ও আহতের তালিকা করতে যে কমিটি হয়েছে এর ভিত্তিতে ৭৩৭ জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এটা যাচাই করা হয়েছে। ছাত্ররা বলেছে পনেরো শ’র উপরে নিহত। এটা মিলিয়ে দেখা হবে। ডিসি ও সিভিল সার্জন পর্যায়ে তথ্য চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

তিনি আরও জানান, মোট ২২ হাজার ৯০৭ জন আহতের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চোখে আঘাত পেয়েছে ৪০০ জন। এরমধ্যে ১ চোখ হারিয়েছে সাড়ে ৩শ জন, দুই চোখ হারিয়েছে ৩৫ জন, অঙ্গহানি হয়েছে ২২ জনের। বাকিরা নানাভাবে আহত হয়েছেন বলেও জানান তিনি।

আরএস

Link copied!