Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

প্যারিসে পুলিশের সঙ্গে মরক্কো-ফ্রান্স সমর্থকদের সংঘর্ষ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২২, ১১:৩০ এএম


প্যারিসে পুলিশের সঙ্গে মরক্কো-ফ্রান্স সমর্থকদের সংঘর্ষ

প্যারিস, ১১ ডিসেম্বর – ফ্রান্সের প্যারিসের চ্যাম্পস এলিসিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে প্যারিসের পুলিশ। জানা গেছে, সেমি ফাইনালে যাওয়ার বিজয় উদযাপন করছিল তারা।

রয়টার্সের খবরে বলা হয়, কাতার বিশ্বকাপে মরক্কো ও পতুর্গালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর প্যারিসের জনপ্রিয় অ্যাভিনিউতে জড়ো হন মরক্কোর হাজার হাজার সমর্থক। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও অনেকে যোগ দেন তাদের সঙ্গে।

বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে তাঁরা পতাকা উড়িয়ে এবং হর্ন বাজিয়ে বিজয় উদ্‌যাপন করছিলেন। দিনের পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও অনেক সমর্থক ওই এলাকায় সমবেত হন। রয়টার্সের টিভি ফুটেজে দেখা গেছে, উল্লাসের সময় দোকানপাট ভাঙচুর করছেন এবং পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হচ্ছে। শানজ এলিজের কাছে অ্যাভিনিউ দে ফ্রিদলঁদ এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও দেখা গেছে।

পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এক পর্যায় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।


ইএফ

Link copied!