Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

বিশ্বকাপে পরাজয়: ফ্রান্সে সমর্থকদের বিক্ষোভ, সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০১:০৯ পিএম


বিশ্বকাপে পরাজয়: ফ্রান্সে সমর্থকদের বিক্ষোভ, সংঘর্ষ

আর্জেন্টিনার সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে হার মেনে নিতে পারছে না ফরাসিরা। রাজধানী প্যারিসসহ অন্যান্য শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে ফ্রান্সের সমর্থকদের।

নিজ দেশের এমন পরাজয়ে শহরের সড়কে ভাঙচুর চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে দাঙার ঘটনা ঘটেছে। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে পুলিশ লাঠিচার্জ করেছে। সংঘর্ষে জড়িত কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতেও এ ঘটনার বেশকিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, গায়ে ফ্রান্সের পতাকা জড়িয়ে সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল, বোতল ও আতশবাজি ছুঁড়েছে। তার পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে।

এদিকে বিক্ষোভের আশঙ্কায় রোববার (১৮ ডিসেম্বর) ১৪ হাজার পুলিশ মোতায়েন করার কথা আগেই জানিয়েছিল ফ্রান্স সরকার। ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতিও দেওয়া হয়নি।

খেলার শেষ হওয়ার পর শহরে সহিংসতা শুরু হলে দাঙ্গা পুলিশ ফুটবল ভক্তদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে বলে জানা গেছে।

টিএইচ

Link copied!