Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪,

৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৮, ২০২৪, ১০:০৯ পিএম


৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৪

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে ইরানের কাশমার শহর কেঁপে ওঠে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ইএইচ

Link copied!