Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

সিলেটের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২২, ০৯:০১ পিএম


সিলেটের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

আগামী ২০ মে সিলেট জেলায় অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০২০ এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বুধবার (১৮ মে) রাত পৌনে ৯টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। 

পরীক্ষাটি আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।

এক সপ্তাহের বেশি সময় ধরে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেট নগরীসহ জেলার প্রতিটি উপজেলাতেই দেখা দিয়েছে বন্যা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে। এছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়ায় জনসাধারণের চলাচলও ব্যাহত হচ্ছে। মূলত বন্যা পরিস্থিতির কারণেই সিলেট জেলার পরীক্ষা স্থগিত করলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।